Date : 18 Oct, 2023
দাউদিয়া গৌছ উদ্দিন সিনিয়র মাদ্রাসার ২০২৩-২৪ সেশনের আলিম ১ম বর্ষের নবীণ বরণ,সবক প্রদান এবং ছাত্র সংসদ কর্তৃক পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে গৃহীত প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন।
অদ্য ১৮ অক্টোবর বুধবার বাদ যোহর মাদ্রাসার হল রুমে মাদ্রাসার ছাত্র সংসদের উদ্যেগে আলিম ১ম বর্ষের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন বরণ,সবক প্রদান এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মাদ্রাসার অফিস সহকারী ও খন্ডখালিন শিক্ষক মো: জুলেকুর রহমান সাহেবের উপস্থাপনায় এবং মাদ্রাসার অধ্যক্ষ জনাব হযরত মাওলানা মো: রিয়াজ উদ্দিন সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন দাখিল দশম শ্রেণির শিক্ষার্থী হাফিজ ফজলে রাব্বী, ইসলামি সংগীত পরিবেশনা করেন আলিম ১ম বর্ষের নবীন শিক্ষার্থী মো: তারেক রহমান। ছাত্র সংসদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ছাত্র সংসদের ভিপি আলী আকবর সুলাইমান।নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হাফিজ মাহফুজুর রহমান। সম্মানিত শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে ছাত্র ছাত্রীদের উদ্দ্যেশে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সহকারী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান) জনাব সবুর আহমদ চৌধুরী, সহকারী অধ্যাপক (আরবী) জনাব মুফতি মাওলানা জাহিদুল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য,পূবালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস সিলেট শাখার সম্মানিত এ.জি.এম,বহু গ্রন্থ প্রণেতা জনাব চৌধুরী ইশফাকুর রহমান কোরেশী। বিশেষ অতিথি মাদ্রাসার প্রশাসনিক বিল্ডিং এর সীমানা প্রাচীর নির্মাণের প্রতিশ্রুতি প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রদের সবক প্রদান এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক, বর্তমানে হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস হযরত মাওলানা মারজানুর রহমান খান সাহেব। প্রধান অতিথি নবীন ছাত্র-ছাত্রীদের পবিত্র মিশকাত শরীফ থেকে সবক প্রদান করেন এবং ছাত্র-ছাত্রীদের খালিছ নিয়তে মহান আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে মাদ্রাসায় পড়াশোনার প্রতি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী অধ্যাপক (বাংলা) জনাব রিপন কুমার চক্রবর্তী, আরবি প্রভাষক জনাব মাওলানা ইকবাল হোসাইন,ইংরেজি প্রভাষক জনাব রাজিব মিয়া,সহকারী শিক্ষক জনাব খলিলুর রহমান,জনাব শামসুদ্দিন, জনাব শামীম আহমদ,জনাব মাওলানা জয়নাল আবেদীন বালাগঞ্জী,জনাব মাওলানা মুফতি আব্দুর রশিদ,জনাব মাওলানা আবুল কালাম, জনাব শাহজাহান প্রমূখ।
মাদ্রাসার অধ্যক্ষ এবং অনুষ্ঠানের সভাপতি জনাব মাওলানা রিয়াজ উদ্দিন সাহেবের সমাপনী বক্তব্য এবং অত্র মাদ্রাসার ইবি মৌলভী মুফতি মাওলানা আব্দুর রশিদ সাহেবের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।